হরিবোল চলচ্চিত্রের গল্প: একটি সংখ্যালঘু প্রান্তিক পরিবার গ্রাম পঞ্চায়েত কর্তৃক নিপীড়নের শিকার। নানান চড়াই উৎড়াই শেষে সেই প্রান্তিক পরিবারটি জন্মভিটা থেকে একসময় উচ্ছেদ হয়। হরিবোল চলচ্চিত্রের প্লট: মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতিত একজন বীরাঙ্গনার জীবনী নিয়ে চলচ্চিত্র বানাতে বলেশ্বর জনপদে যায় একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা। কিন্তু সেই বীরাঙ্গনাকে না পেয়ে সেই জনপদে সে একটি সংখ্যালঘু প্রান্তিক পরিবারের সন্ধান পায়। যে পরিবারটি গ্রাম পঞ্চায়েত কর্তৃক নিপীড়নের শিকার। ঘটনা পরম্পরায় সেই পরিবারটি একসময় জন্মভিটা থেকে উচ্ছেদ হয়ে দেশান্তরি হতে বাধ্য হয়। জেনরি: ফিচার ফিল্ম থিম: প্রচলিত সমাজে সংখ্যালঘু প্রান্তিক পরিবারের নিপীড়নের চিত্র। সংখ্যালঘু প্রান্তিক পরিবারের টিকে থাকার সংগ্রাম এবং দুঃখজনক পরিনতি। পূর্বকথা : একটি ট্রিলজি নির্মিত হবে । সেই ট্রিলজি ' র প্রথম পার্ট ' হরিবোল ' । দ্বিতীয় পার্ট ' সুপর্ণা বসু ' । তৃতীয় পার্ট ' র ' । এই ট্রিলজি থেকেই মূলত টোটাল গল্পটা ধরা পড়বে । এই ট্রিলজি ' র ক্যানভাস এক কথায় বাংলাদেশ ।